Close

শিশির মঞ্চে মঞ্চস্থ হলো চন্ডীতলা প্রম্পটারের দুটি অসাধারণ নাটক

ইন্দ্রজিৎ আইচ:শিশির মঞ্চে সম্প্রতি এক সন্ধ্যায় দুটি নাটক মঞ্চস্থ হয়। রবিঠাকুরের “তোতা কাহিনী” ও গৌতম রায়ের “তারাপদ এন্ড কোম্পানী”। আয়োজনে চন্ডী তলা প্রম্পটার।অনুষ্ঠানের শুরুতে প্রতি বছরের মতোই এবছর বিভা রানী স্মৃতি সম্মাননা 2022 প্রদান করা হয় এই সময়ের তরুণ নাট্যকার নির্দেশক ও অভিনেতা রাকেশ ঘোষের হাতে।তুলে দেন আর এক দক্ষ নির্দেশক রাজীব বর্ধন। দলের কর্ণধার প্রদীপ রায় বলেন তাঁর মায়ের অনুপ্রেরণা ও উৎসাহ তাঁকে অভিনয়ের জগতে এগিয়ে যাওয়ার অক্সিজেন জুগিয়েছে। তাই মায়ের মৃত্যুর পর এই স্মারক সম্মান শুরু করাহয়।
এর পর তোতা কাহিনী পরিবেশিত হলো।নাট্যরূপ ও নির্দেশনা প্রদীপ রায়।সমগ্র ভাবনা ও পরিকল্পনা রাকেশ ঘোষ, পোশাক ও কোরিওগ্রাফি প্রিয়াঙ্কা ঘোষ, সুর করেছেন অভিজিৎ আচার্য্য, কৃষ্ণেন্দু ভট্টাচার্য্য ও অয়ন রায়, কন্ঠে রানা রায়, পম্পা পাঁজা, বাদ্য যন্ত্রে রানা রায়, অরূপ চৌধুরী, মলয় ঘোষ,
আজকের শিক্ষা ব্যবস্থা ও ডিজিটাল যুগে ছাত্রদের কি করুন পরিণতি হয় তা নানান কৌতুক নকশায়, আঙ্গিকে ভাষায়, প্রত্যেকের চৌকস অভিনয়রের জন্যে এই প্রযোজনা চূড়ান্তভাবে সফল।ছয় বছরে ছেলে যেমন অভিনয় করেছে তেমন পঁয়ষট্টি বছরের অভিনেতাও এক সাথে অভিনয়ে অংশগ্রহণ করেছে।সম্প্রীতা,আদিত্য নীলাদ্রি,দেবজ্যোতি, সত্যম রিতম,অন্বেষা, সৌরিমা,স্নেহা,সম্মৃদ্ধি,আরাত্রিকা,শ্রেয়শ্রী,অনিমেষ,
সপ্তবর্ণা পিয়াসা,অর্নব ও অরূপ চৌধুরী -সকলেই ভালো অভিনয় করেছে। আলো পলাশ ও মঞ্চ চঞ্চল।সুন্দর।
এরপর সারাজাগানো পালা গৌতম রায়ের তারাপদ এন্ড কোম্পানী মঞ্চস্ত হয়।নির্দেশক :- প্রদীপ রায়।
সময়ের নিরিখে এই নাটকের বিষয়বস্তু একটি জলন্ত সমস্যা।বেকারত্ব ও কালো মেয়ে। দুই বেকার বন্ধু বামাপদ ও তারাপদ।পেটের ক্ষিদে মেটাতে মেয়ে দেখার কৌশল করে তারা। কালো মেয়ে হওয়ার জন্য বিয়ে দিতে না পারায় নতুন কৌশল করে সেই পরিবার।দেখতে এলেই বিয়ে দিয়ে দেবে। পাকে চক্রে।ধরা পড়েতাঁরা।কালো মেয়ে টি এগিয়ে আসে বাবাকে বলে বেকারত্বে হাত থেকে বাঁচাতে।শেষে বিয়ে হয়।হাসিতে আবেগে এ নাটক জমে ওঠে। প্রত্যেকের নিখুঁত অভিনয় এই নাটকের সম্পদ। প্রদীপ রায়, কৃষ্ণেন্দু ভট্টাচার্য, সৌমিত্র ঘোষ,তমসা ঘোষ,অরূপ চৌধুরী, অনিমেষ পাঁজা কৌশিক মাল,সুরজিৎ কোলে ও বর্ণালী রায় চৌধুরী:- এক কথায় অনবদ্য।অয়ন রায়ের আবহ, চঞ্চল আচার্য্য র মঞ্চ প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

0 Comments
scroll to top