Close

শিল্পী বলাকা সেনের নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেল

নিজস্ব প্রতিনিধি:লাল মাটির দেশ বাঁকুড়া। তার আকাশে বাতাসে সূত্রের ঢেউ খেলে যায়। ছোট থেকেই সেই সুরের রামধনু তে ডুবস্নান দিয়েছেন রাঢ় বাংলার ভূমিকন্যা বলাকা সেন।

ছোটোবেলা থেকেই বাড়িতে সংগীতের আবহে বেড়ে ওঠা। পরবর্তী কালে বহু খ্যাতনামা শিল্পীদের সান্নিধ্যে সংগীতের তালিম। বাঁকুড়া জেলার লোকসংগীতে প্রথমা হওয়ার পর সূরের পাখনায় ভর দিয়ে এগিয়ে চলার দেখার শুরু।

যে সুরের আগুন লাগিয়ে দিলেন বলাকা তার প্রানে সেই সুরের আগুনের পরশমনি দিয়ে মালা গাঁথা চলছে। নিরন্তর। একের পর এক লোকসংগীতের অ্যালবামে নিজের কণ্ঠের উত্তর সাক্ষর রেখে সূরের পথ বেয়ে ইটিছেন তিনি- সে শখের দু-ধারে অসংখ্য গুনমুগ্ধ শ্রোতা আর সংগীত প্রেমীদের ভীড়।সূরের আকাশে শুকতারা হয়ে থাকার নেশা বলাকা সেনের ।

সম্প্রতি বলাকার নতুন মিউজিক ভিডিও ‘সাঁঝের আটচালা’ প্রকাশ পেল কলকাতার একটি অভিজাত ক্লাবে। উপস্থিত ছিলেন সুরের জগতের এক স্বনামধন্য উজ্জ্বল ব্যক্তিত্ব- স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

Leave a Reply

0 Comments
scroll to top