নিজস্ব প্রতিনিধি:শারদীয়ার অন্তিম পর্বে ‘শারদ সেরা শিরোপা’ বিজয়ার আবেগ নিয়ে উৎসব শেষে পৌছে গেছে বিবেকানন্দ সার্বজনীন দুর্গোত্সবে। বীরাষ্টমির শেষে দুর্গাপুজোর অন্তিম লগ্নে মা-এর সম্মুখে সধবাদের যে স্ত্রী আচার সেটাই পশ্চিমবঙ্গের সিদুঁর খেলা রূপে আখ্যায়িত। দেবী মা-এর সামনে বিভিন্ন বর্নের মধ্যে এই আচার সামাজিক মিলনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ‘ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট’ এবং ‘শারদ শেরা শিরোপা’-এর অঙ্গরূপে বিবেকানন্দ সার্বজনীন দুর্গোত্সব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল সিদুঁর খেলা। বিশিষ্ট বিচারক মণ্ডলী রাজীব গোলচা, স্বস্তিকা রায়, শুভজিত্ বোস, ঐন্ড্রিলা সাতঁরা, রাজশেখর রায়, অনুরাধা যাদব সহ এই সংঘের সমস্ত কর্মকর্তারা ছিলেন উপস্থিত এই শুভ মুহূর্তের সাক্ষী হিসেবে। সিদুঁর খেলা থেকে ধুনুচি নাচ ঢাকের তালে মেতে উঠেছিল মন্ডপ তথা মানুষের মন। ‘শারদ সেরা শিরোপা’-এর পুরো দল শারদ সম্মান জ্ঞাপনের সাফল্য যাত্রায় বিজয়ার শুভ মুহূর্তে বিজয় উদযাপনা করলো বিবেকানন্দ সার্বজনীন দুর্গোত্সবের সঙ্গে যেখানে এই সংঘের সদস্যরা সাদর আমন্ত্রণের সাথে আপ্যায়ন জ্ঞাপন করেন। বিশেষত মহিলা মণ্ডলীর সদস্যরা মিলিত হয়ে পালন করেছে ‘শারদ সেরা শিরোপা’-এর দলের সঙ্গে বিজয়ার মুহূর্ত।