Close

রাজকুমার দাস পরিচালিত কমেডি শর্ট ফিল্ম “বিবাহ বিভ্রাট” ইউটিউবে মুক্তি পেল

আনন্দ সংবাদ লাইভ :বেশ একযুগের বেশি সময় ধরে টালিগঞ্জে পরিচালনার সাথে তিনি যুক্ত।অভিনয় ও সাংবাদিকতা কে সাথে নিয়ে পরিচালনায় ও তিনি ইতিমধ্যেই সিদ্ধহস্ত তা বলাই যায়।পরিচালক রাজকুমার দাস সম্প্রতি তাঁর কমেডি শর্ট ফিল্ম “বিবাহ বিভ্রাট”-নিজস্ব ইউটিউব চ্যানেল “চিত্রসাথী ফিল্মস”-এ রিলিজ হয়েছে।উক্ত ছবিটি প্রথম ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ও দেখানো হয়েছিল ২০১৬সালে।ছবিতে দাদু ও দুই নাতির গল্প কে দেখানো হয়েছে।দাদুর চরিত্রে বর্ষীয়ান অভিনেতা সমীর মুখার্জি র পাশাপাশি নবাগত বাসুদেব কুম্ভকার,জয়ন্ত দাস,দেবলীনা,শ্যামল, মাস্টার পুষ্পেন্দু, সহ অন্যান্যরা অভিনয় করেছেন।চিত্রগ্রহনে-মনিদীপ সরকার,সম্পাদনায় আনন্দ ব্যানার্জী,কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় রাজকুমার দাস একাই একশো।তার ছবির প্রতি শুভেচ্ছা রইলো।

Leave a Reply

0 Comments
scroll to top