Close

রাজকুমার দাসের শর্ট ফিল্ম “চোরাবালি” মুক্তি পেতে চলেছে

আনন্দ সংবাদ লাইভ :পরিচালক রাজকুমার দাস তার পরবর্তী শর্ট ফিল্ম “চোরাবালি”-র মুক্তির কথা জানালেন এক প্রেস বিবৃতিতে।বেলদা যোগেন্দ্র ফিল্মস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর প্রযোজনায় এই ছবির গল্প রত্না ও সিরাজুল এর প্রেম,ধর্মের উর্দ্ধে যাঁদের ভালোবাসা গড়ে ওঠে কিন্তু সামাজিক সভ্যতার কাছে এই প্রেমের সমাপ্তি কি হয় তার কথা জানা যাবে ছবিতে।গল্প লিখেছেন পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব সুপরিচিত ডাক্তার যোগেন বেরা মহাশয়।একটি গুরুত্বপূর্ণ স্ব চরিত্রে তাকে অভিনয় ও করতে দেখা যাবে।প্রায় একঘন্টা র ছবিতে সিরাজুল এর চরিত্রে রাকেশ দে ও রত্না র ভূমিকায় জয়িতা মাইতি কে নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে।অন্যান্য চরিত্রে বুদ্ধদেব,প্রবীর,গৌর,সুশান্ত, ,আব্দুল্লা,মমতা সহ স্মৃতিলেখা ভুঁইয়া, গৌরাঙ্গ জানা প্রমুখ দের দেখা যাবে, দুটি সুন্দর গান আছে ছবিতে।চিত্রগ্রহনে বিশ্বনাথ ঘোষ, মেকআপ অসীম কুন্ডু,সম্পাদনায় অনিতেশ অধিকারী।সম্প্রতি পঞ্চমীর দিন ছবির পোস্টার লঞ্চ হয় অনাড়ম্বর ভাবে।কালী পুজোর সময় ছবিটি “বেলদা যোগেন্দ্র ফিল্মস”নিজস্ব অনলাইন চ্যানেলে ছবিটি মুক্তি পাবে বলে জানান পরিচালক রাজকুমার দাস।

Leave a Reply

0 Comments
scroll to top