Close

রসভারতম


বিষয় ভাবনা :- ভারতীয় নাট্য পরম্পরার নয়টি রস সর্বজনবিদিত। শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভূত ও শান্ত। এই নয়টি রসের অভিব্যক্তি হয় বিভাব, অনুভব এবং ভাবের সঙ্গে স্থায়ীভাবের মিলনে। ‘রসভারতম’ – নৃত্যনাট্যে সেই নবরসের অভিব্যক্তির প্রয়াস করা হয়েছে ‘মহাভারত’ থেকে সংগৃহীত নয়টি বিষয়কে অবলম্বন করে। প্রতিটি রস বর্ণনায় আলাদা আলাদা রাগ –রাগিনীরও প্রয়োগ করা হয়েছে।
নৃত্যকল্প ও সামগ্রিক পরিচালনা : গুরু কোহিনূর সেন বরাট

ভাবনা ও রচনা : পোখরাজ চক্রবর্তী
সহযোগী নৃত্যপরিচালক : দ্রাবীণ চ্যাটার্জ্জী
সহকারী নৃত্যপরিচালনা : উজ্জ্বল অধিকারী
পোষাক পরিকল্পনা : : দ্রাবীণ চ্যাটার্জ্জী ও বিশ্ব
প্রযোজনা নিয়ন্ত্রক : সুজয় ঠাকুর ও পিউ পিয়ালী বোস
অনুসঙ্গ সরঞ্জাম : রঙ্গন পাপাই
বিশেষ নৃত্যশিল্পী : প্রলয় সরকার ও রাকেশ বিশ্বাস
আলোক প্রক্ষেপণ পরিকল্পনা : দীনেশ পোদ্দার
শব্দ প্রক্ষেপণ : সঞ্জীব ঘোষ
নেপথ্য কন্ঠশিল্পী : তাপস রায়, পোখরাজ চক্রবর্তী, পিয়ালী দাসগুপ্ত, পৌষালী সেন বরাট ও কোহিনূর সেন বরাট
সল্লুকাট্টু : শুভজিৎ দত্ত, বিশ্বপ্রতিম বোস ও কোহিনূর সেন বরাট
সঙ্গীতশিল্পী : জয়দীপ সিনহা, শুচিস্মিতা চক্রবর্তী ও পোখরাজ চক্রবর্তী

সঙ্গীত ও শব্দ পরিকল্পনা : অরূপ রতন মূখার্জ্জী, পোখরাজ চক্রবর্তী, জয়দীপ সিনহা, কৌস্তভ সেন বরাট

বাঁশি : মানব মূখার্জ্জী
সরোদ : কৌশিক মূখার্জ্জী
পারকাশন ও তালবাদ্য : অরূপ রতন মূখার্জ্জী
শব্দগ্রহণ, পরিকল্পনা, মিক্স এণ্ড মাস্টারিং : স্টুডিও এস্থেটিক্স (কৌস্তভ সেন বরাট)
বিশেষ কৃতজ্ঞতা : শ্রী কল্যান সেন বরাট ও শ্রীমতি জয়শ্রী দাস

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top