Close

রক্ত দান শিবির, লাইব্রেরি উদ্বোধন,বৃক্ষরোপণ,রাখি বন্ধন অনুষ্ঠান সেন্ট পলস স্কুলে

নিজস্ব প্রতিনিধি: সেন্ট পলস স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিশতবার্ষিকী উদযাপনের প্রাক্কালে কোভিড বিধি মেনে ও সমস্ত সরকারি নিয়মকানুন মেনে রক্ত দান শিবির, লাইব্রেরি উদ্বোধন,বৃক্ষরোপণ,রাখি বন্ধন অনুষ্ঠিত হয়ে গেল সেন্ট পলস স্কুল প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সব প্রাক্তনীরা মিলিত হয়ে যেন এক মিলন মেলা হয়ে উঠল।


অনুষ্ঠানটির শুভ সূচনা করেন শিক্ষক নির্মলেন্দু সেন শর্মা এবং ডক্টর কাঞ্চন পাঠক।অনুষ্ঠানে যোগদান করেন অনেক প্রাক্তন ছাত্র। তারা তাদের স্কুলের পুরোনো দিনের কথা স্মৃতিচারণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পলস অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সোমনাথ সরকার, বিশ্বনাথ দত্ত, লালু সিং এছাড়াও ছিলেন ছিলেন বিশিষ্ট ফুটবলার হোসেন মুস্তাফি, ফুটবলার নাসির হোসেন, পিয়াল চৌধুরী, সোমা চৌধুরী, প্রবন্ধ রায়,রুপা মজুমদার প্রমুখ।

Leave a Reply

0 Comments
scroll to top