Close

রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি:ইস্টার্ণ ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহানায়ক উত্তম কুমারের স্মরণে রক্তদান শিবির হয়ে গেল রবিবার ১০জুলাই।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বরূপ বিশ্বাস,মোহনবাগানের সাধারণ সম্পাদক দেবাশিষ দত্ত।এছাড়াও উপস্থিত ছিলেন ইম্পার সদস্য,সদস্যরা।এদিন ৫৩ জন রক্তদাতা রক্তদান করেন।

Leave a Reply

0 Comments
scroll to top