Close

ম্যাসাজ পার্লার-এর আড়ালে কী হয় জানতে এবার ওয়েব সিরিজ

নিজস্ব প্রতিনিধি:বেশ কয়েকমাস আগে আমি জানতে পারি কলকাতা শহরের কাছাকাছি এক জায়গায় ম্যাসাজ পার্লারের নাম করে লোকচক্ষুর আড়ালে রমরমিয়ে দেহব্যাবসা ও বিভিন্ন রকম অসাধু কর্মকান্ড চলছে।কেউ জেনে কেউ না জেনে এই শহর, মফস্বল থেকে বিভিন্ন রকম পড়ুয়া,মানুষজন এখানে ভিড় করছেন এবং পরবর্তীকালে তার বিভিন্নরকম প্রতারণার শিকার হচ্ছেন।কখনও ওদের টাকা পয়সা ছিনতাই করে নেওয়া হচ্ছে কখনও বা অতিরিক্ত মদ্যপান করিয়ে শরীর থেকে সোনার চেন,ঘড়ি এসব কেড়ে নেওয়া হচ্ছে।এই ম্যাসাজ পার্লারের নাম করে মধুচক্র চলছে কলকাতা শহরের আনাচ-কানাচে।এইরকমই এক সত্য ঘটনা অবলম্বনে তৈরী একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন শ্রদ্ধেয় তাপস পাল অভিনীত শেষ ছবি “বাঁশি” ও শ্রদ্ধেয় সৌমিত্র চট্টপাধ্যায় ও মাধবী মুখার্জী অভিনীত ছবি “এবার শল্যজিৎ ” র পরিচালক তুহিন সিংহ।এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন পূর্ব মেদিনী পুরের বিশিষ্ট শিশু চিকিৎসক ড: প্রবীর ভৌমিক।এই ওয়েবে সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন – সান্তনা বসু,কল্যান চট্টপাধ্যায়,দিব্যেন্দু শেখর দাস,তপন রায়, রিয়া মন্ডল, অনিকেত চট্টপাধ্যায় আরও অনেকে।খুব শীঘ্রই সত্য ঘটনা অবলম্বনে তৈরী ওয়েব সিরিজ “ম্যাসাজ পার্লার” দেখতে পারবেন এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে l

Leave a Reply

0 Comments
scroll to top