Close

মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’

নিজস্ব প্রতিনিধি:মুক্তি পেল পরিচালক পাভেল-এর ছবি ‘কলকাতা চলন্তিকা’। ২০১৬ সালের নির্মীয়মান পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি।

২০১৬ সালে শহরের এক ব্যস্ততম দিনে ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। মুহূর্তে যানবাহনের আওয়াজের জায়গায় ভেসে আসে মানুষের আর্তনাদের আওয়াজ।

স্বজনহারাদের চোখের জলে ভাসে শহর। সেই ক্ষত আজও দগদগে এই শহরের বুকে। ৬ বছর পেরিয়ে কেমন আছে সেই জায়গা! তা নিয়েই এই ছবি।

ছবিতে অভিনয় করেছেন ঈশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, অনির্বাণ চক্রবর্তী, কিরণ দত্ত, দিতিপ্রিয়া রায়, শতাব্দী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায় ,অনামিকা সাহা,বিশ্বরূপ বিশ্বাস,শংকর দেবনাথ এবং পরিচালক পাভেল স্বয়ং।

‘কলকাতা চলন্তিকা’-র কাহিনি লিখেছেন পাভেল। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।ছবিটির প্রযোজনা করেছেন শতদ্রু চক্রবর্তী,চিত্রগহন করেছেন সুব্রত মল্লিক,সম্পাদনায় মলয় লাহা।

Leave a Reply

0 Comments
scroll to top