Close

মা হলেন শ্রেয়া ঘোষাল

নিজস্ব প্রতিনিধি:মা হলেন বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল ।তিনি শনিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়ে শ্রেয়া লেখেন, “ঈশ্বরের আশীর্বাদে আজ দুপুরে পুত্রসন্তানকে পেয়েছি। এই আবেগ আমি আগে কোনওদিন অনুভব করিনি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবার আনন্দে আত্মহারা। আমাদের ছোট্ট মানুষটাকে অসংখ্য আশীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”
শ্রেয়া ঘোষালের ছেলের জন্মের খবরে খুশি তাঁর ভক্তকুল। গায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ,অভিনেত্রী ও সংগীত জগতের তারকারাও। শ্রেয়া এবং তাঁর পরিবারের নতুন অতিথির সুস্থতা কামনা করেছেন প্রত্যেকে।

Leave a Reply

0 Comments
scroll to top