মা হতে চলেছেন শুভশ্রীAuthorPosted byramizPublishedMay 11, 202011:28 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxমা হতে চলেছেন শুভশ্রীTwitterFacebookLinkedInPosted by ramiz on May 11, 2020. আলাপন রায়-সুখবর,সন্তানসম্ভবা জনপ্রিয় অভিনেত্রী তথা রাজ চক্রবর্তীর জীবনসঙ্গিনী শুভশ্রী। নিজের নিপুন অভিনয় দক্ষতার গুণে অনেক প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। বিয়ের পর এক দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। তারপর দুর্দান্তভাবে কামব্যাক করেন “পরিণীতা” ছবির মধ্যে দিয়ে। যেখানে মেহুল-এর চরিত্রে অভিনয় করে পুনরায় নিজেকে প্রমাণ করেন সফল অভিনেত্রী হিসাবে।মুক্তির অপেক্ষায় ছিল তাঁর পরবর্তী ছবি “ধর্মযুদ্ধ”,যা লকডাউন-এর জন্য পিছিয়ে যায় । তারই মধ্যে নিজের অনুরাগীদের দিলেন খুশির খবর।স্বয়ং অভিনেত্রী টুইট করে জানালেন ” আমাদের ২ য় বিবাহ বার্ষিকীর এই শুভলগ্নে ,এটা ঘোষণা করতে খুব আনন্দ হচ্ছে,এক নতুন অতিথি আসতে চলেছে আমাদের জীবনে।আমরা গর্ভবতী”।লকডাউনে খুশির খবর পেল টলিউড ইন্ডাস্ট্রি । Post Views: 1,653 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...