নিজস্ব প্রতিনিধি:অরূপ এন্টারটেনমেন্ট ও অরূপ মিউজিক এর আপকামিং প্রজেক্ট “নারীশক্তি” ও “চিরদিনই তুমি যে আমার” আসছে খুব শীঘ্রই!!
“নারীশক্তি” মুক্তি পাবে এই মহালয়াতে, এটি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি, পরিচালনায় সন্দীপন দাশ, মুখ্য চরিত্রে তনুশ্রী চক্রবর্তী ।
মহালয়াতে “নারীশক্তি” মুক্তি পাওয়ার পর পুজোর শুরুতে’ই মুক্তি পাবে মিউজিক ভিডিও “চিরদিনই তুমি যে আমার” এই মিউজিক ভিডিওতে সঙ্গীত পরিচালনা করছেন জয় মিত্র।