Close

বাংলা ক্যালেণ্ডারের উদ্বোধন

রাজীব মুখার্জী : এটা বাংলা ক্যালেণ্ডারের ১৪২৮ সালের বৈশাখ মাস । নতুন বছরের শুরুতেই কলকাতার এক হোটেলে উদ্বোধন হলো নতুন বাংলা ক্যালেণ্ডারের । গত ৩০ এপ্রিল সন্ধ্যায় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালেণ্ডারের চার জন মডেল । যদিও ক্যালেণ্ডারটির বারোটি পাতায় শোভা পাচ্ছে বারো জন মডেলের ছবি । এছাড়াও প্রতি পাতায় আছে একজন করে মোট বারো জন বাঙালি মনিষীর কিছু প্রয়োজনীয় কথা । “আমরা বাঙালি” এই মূল্যবান শব্দ দুটিকে সামনে রেখে সুমন ভট্টাচার্যর উদ্যোগে ও শৌভিক দাসের ব্যবস্থাপনায় এই ক্যালেণ্ডারের মডেলদের কস্টিউম ডিজাইন করেছেন রিতাস বুটিকের কর্ণধার মুনমুন পাত্র। এইদিন সন্ধ্যায় এই তিন জন ছাড়াও মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন শুক্লা সাহা, ঋতমা পাল, তৃষা সেন ও জুনাই মাতিন ।

Leave a Reply

0 Comments
scroll to top