Close

বস্ত্র বিতরণ ও বালক ভোজনের মাধ্যমে জন্মদিন পালন

আলেয়া: সবাই জন্মদিন পালন করে কেউ কেক কেটে কেউ আবার পার্টি করে।কিন্তু স্বর্ণালী দে মিশ্র নিজের জন্মদিন পালন করলেন সবার থেকে আলাদা ভাবে নিজে উপহার না নিয়ে সবাইকে উপহার দিয়ে।
স্বর্ণালি জন্মদিনে কলকাতা পুরসভার ৩৮নং ওয়ার্ডে শাড়ি বিতরণ ও বালক ভোজনের মাধ্যমে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তা,বড়ো চেয়ার ম্যান কাউন্সিলার বিশ্বরূপ দে, শচীন সিং ছাড়াও অন্যান্য নেত্রীবৃন্দ।
স্বর্ণালী বলেন বস্ত্র উপহার পেয়ে এলাকা বাসীরা খুব খুশি।তারা স্বর্ণালী দে মিশ্র ‘ কে আশীর্বাদ করলেন আর নিজের জন্মদিন এটাই সব থেকে বড়ো পাওনা নিজের জন্মদিনে।
এই পুরো অনুষ্ঠানটি পালিত হলো রয়াল সার্কেল ক্লাব এর উদ্যোগে এবং স্বর্ণালী দে মিশ্রর সহযোগিতায়।

Leave a Reply

0 Comments
scroll to top