Close

বলিউডের আলি ফজল এবার ‘ডেথ অন দ্য নাইল’-এ

By Ramiz Ali Ahmed

২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে পাঁচবারের এক্যাডেমি অ্যাওয়ার্ড নমিনি কেনেথ ব্রানাগ পরিচালিত হলিউড ছবি ‘ডেথ অন দ্য নাইল’। অপরাধ কল্পকাহিনির ইংরেজ লেখিকা আগাথা ক্রিস্টির গোয়েন্দা এরকুল পোয়ারা-কে নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি।বুধবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।আর এই ছবিতেই অভিনয় করেছেন বলিউড অভিনেতা আলি ফজল।’থ্রি ইডিয়টস’ ছবি দিয়ে তার বলিউড ডেবিউ ঘটেছিল।অভিনয় করেছেন ‘ফুকরে’,’বাত বান গায়ি’,’ববি জাসুস’,’খমোশিয়া’,’ফান’,
‘মির্জাপুর’ প্রভৃতি ছবিতে।পোয়ারোর চরিত্রে অভিনয় করেছেন কেনেথ ব্রানা।২০১৫ সালে জেমস ওয়ান পরিচালিত ‘ফিউরিয়াস ৭’ ছবিতে তার স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল।২০১৭ তে ‘ভিক্টরিয়া এন্ড আব্দুল’ নামে একটি ইংরেজি ছবিতে আব্দুল করিম নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন।আলি ফজলের এই প্রজেক্টটি নিয়ে তার সঙ্গিনী রিচা চাড্ডা যেমন উচ্ছসিত তেমনি খুশি বলিউডের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও।আলির টুইটে এখন শুভেচ্ছার বন্যা।

Leave a Reply

0 Comments
scroll to top