By Ramiz Ali Ahmed
ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্বাশ্বত চট্টোপাধ্যায়,অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য,প্রদীপ মুখোপাধ্যায় অভিনীত ব্যতিক্রমী গল্প নিয়ে ছবি ‘পার্সেল‘ এবার মেলবর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনিত হল।২০২০-র মার্চে মুক্তি পাওয়া ‘পার্সেল’ ছবিতে নন্দিনীর চরিত্রে ঋতুপর্ণা ও সৌভিকের চরিত্রে শাশ্বত দর্শক মনে দাগ কেটেছিল।কিন্তু কোভিড১৯-এর জন্য সারা দেশে লোকডাউন হয়ে যাওয়ার জন্য ছবিটি অনেকে দেখতে পাননি।তাই ১৫ই অক্টোবর ছবিটি রি রিলিজ হতে চলেছে।ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন,”এই নিয়ে তৃতীয়বার আমার ছবি IIFM-এ মনোনীত হল।প্রথমবার ‘রাজকাহিনী‘,গতবছর ‘আহারে‘ আর এবছর ‘পার্সেল‘।আমি খুব আনন্দিত।এটা আমাদের কাছে একটা বড় পাওনা।১৫ অক্টোবর ছবিটি রি রিলিজ হতে চলেছে।চাইবো সেফটি মেজরস নিয়ে দর্শক আবার হলে ফিরে আসুক।