নিজস্ব প্রতিবেদক:কথায় আছে “সোনার সংসার” কিন্তু নিত্য দিনের সোনার দাম বেড়েই চলেছে, চিন্তায় ফেলেছে ক্রেতাদের। তবুও বাজারে সোনার কেনাকাটায় কোন খামতি নেই।

নববর্ষের পয়লা বৈশাখে মহা ধুমধামে নতুন করে সূচিত হল দক্ষিন কোলকাতার টালিগঞ্জ সংলগ্ন ৩৭৮ রায় বাহাদুর রোড তিন রাস্তার মোরে ফ্যান্সি জুয়েলার্সের নতুন ভবন। উপচে পড়া ভিড়ে সোনায় সজ্জিত দোকানের ১০০০টাকা থেকে ৩ লক্ষ টাকার পায়ের আঙ্গটা থেকে শুরু করে
সোনার নাকছাবি পাথর কাজ করা দুহাজারী- সোনার বড় সোনার নাকছাবি। এমনকি হলমার্ক সোনার ভরাট ডিজাইন করা আংটি পলা,হলমার্ক সোনার লকেট সোনার ফ্যান্সি ডিজাইন কানের দুল,হলমার্ক সোনার বড় ও ছোট পেন্ডেন্ট পেস্টিং ,হলমার্ক সোনার ৩ পিস এর সেলিসেট সোনার লোহা বাঁধানো , হীরের নাকছাবি, পলা বাঁধানো , শাখা বাঁধানো,সোনায় আংটি, ব্রেসলেট, সোনার টাই হার এবং সোনার রতন চূড়,বিবাহ কালেকশন দেখতে ও কিনতে এদিনের ভিড় আধুনিক ডিজাইনের অলংকার সম্ভারের জন্য । এদিনের বিশেষ আকর্ষণ ছিল মজুরিতে ৩০ শতাংশ ছাড় তৎসহ নানান উপহার ও পুরস্কার স্বরূপ ” স্কুটি” সহ আরো অনেক কিছু জানালেন ফ্যান্সি জুয়েলার্সের কর্ণধার বাবু সরকার। বছরের অন্য সময়েও অন্য আকর্ষণ থাকে বলে জানালেন ফ্যান্সির ম্যানেজার অভিজিৎ দাস।