Close

দুর্গাপূজা দশভূজা সম্মানের পোস্টার লঞ্চ

নিজস্ব প্রতিনিধি:বাংলার দুর্গাপূজা শুধু দেশে নয় বিদেশেও বিখ্যাত। কোভিডের কারণে, অনেক দুর্গা পূজা কমিটি গত বছর তাদের বাজেট কেটেছিল। এবার আগের চেয়ে ভালো অবস্থার কারণে পূজা কমিটির উৎসাহ বেড়েছে। যুব শক্তি দৈনিক এবং নিউজবিট মিডিয়া যৌথভাবে এই পূজা কমিটির উৎসাহকে উৎসাহিত করার জন্য দশভূজা সম্মানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য মোট 182 টি পূজা কমিটি তাদের নাম নিবন্ধন করেছে। যে কোনো বিশেষ অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলতে মহানগরীর টপক্যাট হোটেলে দশভূজা সম্মানের পোস্টার এবং ট্রফি লঞ্চ করা হয়। এই উপলক্ষে নিউজ বিট মিডিয়া ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অধিকর্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়াব্যক্তিত্ব মাননীয় প্রদীপ্ত কুমার রায়, নিউজ বিট মিডিয়া ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অধিকর্তা আন্তর্জাতিক ক্রীড়াব্যক্তিত্বা মাননীয়া রুমা রায় চৌধুরী, নিউজ বিট মিডিয়া ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অধিকর্তা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্র সাংবাদিক মাননীয় শ্রী কুনাল রায় চৌধুরী ,যুবশক্তির প্রধান সম্পাদক সুধাংশু শেখর, , এ বছর পুজোর মুখ সঞ্চারী দাস, টপক্যাটের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার বলভীর সিং কৌশিক শের গাঙ্গুলী, , জ্যোতিষচার্য পণ্ডিত অচিন্ত্য ভট্টাচার্য, নীল সিওয়াল, বিলকিস পারভীন চ্যাটার্জী, ডাঃ স্বপ্নীল বোস ,শতাব্দী রায়, মেকআপ শিল্পী সন্দীপ দত্ত, কুমকুম এন্টারটেইনমেন্টের অধিকর্তা শুভদীপ সিংহ রায় , সঞ্জালনায় দেবপর্ণা গোলদার

Leave a Reply

0 Comments
scroll to top