Close

ঢোলাহাটে জন সমাবেশ

নিজেস্ব প্রতিনিধি :বামফ্রন্টের ডাকে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত ঢোলাহাট বাজারে বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস ও ওয়েলফেয়ার পার্টি ওফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে জন সমাবেশ হয়ে গেল।উপস্থিত ছিলেন বামফ্রন্টের পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম,সি.পি.আই.এম.-এর দক্ষিণ ২৪ পরগনার জেলা কমিটির সম্পাদক শমীক লাহিড়ী,জাতীয় কংগ্রেসের মনোরঞ্জন হালদার,শৈবাল রায়,ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ডঃ রইচউদ্দিন।এই জন সমাবেশের সভাপতিত্ব করেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।কেন্দ্রিয় সরকারের কৃষি আইন ২০২০-র বিরোধিতা, শ্রম আইন ২০২০ বাতিল,১০০ দিনের কাজকে ২০০ দিনের করার দাবি ছিল এই সমাবেশের মূল লক্ষ্য।এই সমাবেশে বিজেপি-র মতো সাম্প্রদায়িক শক্তি ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠেন নেতৃবৃন্দ।

জন সমাবেশের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন আনন্দ সংবাদ লাইভ-এর চিত্রগ্রাহক নুরউদ্দিন হালদার

Leave a Reply

0 Comments
scroll to top