Close

ডলফিন ইংলিশ মিডিয়াম স্কুলের চিলড্রেন্স ডে পালন

নিজস্ব প্রতিনিধি:হাওড়ার বালি পূর্ব সাপুইপাড়ায় ডলফিন ইংলিশ মিডিয়াম স্কুল শিশু দিবস উদযাপন করল জাঁকজমকভাবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ ডঃ সুমন কুমার ঝা, শিক্ষক ইনচার্জ প্রজ্ঞা সিং ভটাচার্য এবং প্রতিক্ষা উপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা।

একক নৃত্য, দলগত নৃত্য এবং অন্যান্য অনুষ্ঠানের মতো বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা পারফর্ম করেছে, স্কুলের দুই শিক্ষিকা রিয়া ব্যানার্জী এবং মনীষা পান্ডে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।


মহামারীর কারণে দুই বছর পর স্কুলটি এই বছর শিশু দিবস উদযাপন করেছে। এই স্কুলের মূলমন্ত্র হল “সবার জন্য শিক্ষা”

Leave a Reply

0 Comments
scroll to top