Close

টানা তিন ঘন্টার মেগা কনসার্ট নিয়ে আসছে থিজম ইভেন্টস এর ফসিলস ঝড়

নিজস্ব প্রতিবেদক:তিন ঘন্টার ফসিলস ঝড় উঠবে শহরে আগামী ২৩ ফেব্রুয়ারি, নিকো পার্কে।এই অনুষ্ঠানের আয়োজক থিজম ইভেন্টস।২০১৯ এর ১ বৈশাখ নজরুল মঞ্চে প্রথম ফসিলস ঝড় অনুষ্ঠিত হয়।মাঝে করোনার কারণে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের অয়োজন করা সম্ভব হয়নি। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ অবশ্যই তিন ঘন্টার ফসিলস এর গানের ঝড়।থিজম ইভেন্টস এর পক্ষ থেকে সংস্থার ডাইরেক্টর রীতম সাহা জানান,” অনেক দিন আগেই এই অনুষ্ঠান করা সম্ভব হতো যদি মাঝে এই দুবছর করোনার জন্য আমাদের নষ্ট না হতো।এবারে আরো বড় জায়গায় আয়োজন।আসা করি অনেকে আসবেন।” অন্যদিকে ফসিলস এর পক্ষে জানানো হয়েছে,” ফসিলস ঝড় সিজন টু একটা মহা কনসার্ট।এই শো এর প্রথম অধ্যায় ২০১৯ এর পয়লা বৈশাখের দিনে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল।এইবার নিক্কো পার্ক বিগ লনে প্রচুর ফ্যানসরা আসবে এবং শো দেখবে বলে আমরা জানি।আমরা মানে ফসিলস খুব এক্সাইটেড এই শো নিয়ে এবং তিন ঘন্টার এই স্পেশাল শো আমরা উপহার দিতে চাই সকল শ্রোতাকে, যারা ফসিলসকে ভালোবাসে, তাদের গান শোনে।দুবছর পর কলকাতায় এক মহা কনসার্টে দেখা হোক সবাই মিলে।”

থিজম ইভেন্টস আয়োজিত ফসিলস ঝড় সিজন টু, ২৩ ফেব্রুয়ারি, নিক্কো পার্কের বিগ লনে সন্ধ্যা ৫:৩০ থেকে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

0 Comments
scroll to top