Close

জীবন প্রসাদ-এর ‘শ্যামোলী’

✍️By Ramiz Ali Ahmed

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে শুভ মহরত ও সাংবাদিক সম্মেলন হয়ে গেল বাংলা ছবি ‘শ্যামোলী’র।ছবির কাহানি শ্যামোলীকে নিয়ে।পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার অতি প্রত্যন্ত গ্রাম দৌলতাবাদ।সেই গ্রামের বাগদি পাড়ার একটা ছোট্ট বসতিতে জন্ম শ্যামোলীর।বাবা স্বপন বাগের আদরের মেয়ে শ্যামোলীর গায়ের রং শ্যামবর্ণ হলেও,বছর আটেকের শ্যামোলীর রূপ লাবণ্য এবং ছটফটে স্বভাব মানুষকে মোহিত করে রাখে।সে পুরোহিত দাদুর কথা মনপ্রাণ দিয়ে বিশ্বাস করে।কিন্তু তারা গরীব বলে পুজোয় অংশগ্রহণ করতে পারে না।এহেন শ্যামোলীর সঙ্গে বন্ধুত্ব হয় শহরের অনুরাগের।এদিকে গ্রামের তান্ত্রিকের শহরের কাউকে পছন্দ না।অনুরাগ শ্যামোলীকে পড়াশুনা শেখায় এবং তার মন থেকে অন্ধবিশ্বাস দূর করে।স্বাভাবিক ভাবে অনুরাগ তান্ত্রিকের কুনজরে পড়ে।তারপর কি হয় তা নিয়েই কাহিনি।

ছবিটির পরিচালনা করছেন জীবন প্রসাদ।কাহানি পরিচালকেরই।চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল চৌধুরী।অভিনয় করছেন সুপর্ণা হাজরা,স্নেহা বিশ্বাস,পায়েল সরকার,ময়ূরাক্ষী সান্যাল,বরুণ চক্রবর্তী, ভাস্কর সান্যাল,সাবিত্রী মন্ডল,মেঘামিত্রা ঘোষ প্রমুখ।সঙ্গীত পরিচালনা করছেন রূপেন্দু বসু।গান গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য , চৈতালি রায় ও হৃদয় সরকার।ক্যামেরায় শুভাশিস হাজরা,কোরিওগ্রাফি করছেন মাস্টার সায়ন।ছবিটি প্রযোজনায় মাল্লাহ এন্টারটেইনমেন্ট।প্রচারে শুভঙ্কর ঘোষ।

Leave a Reply

0 Comments
scroll to top