Close

খুকুমণির ক্যালেন্ডারে সম্পৃতির বার্তা

নিজস্ব প্রতিনিধি: খুকুমণির সুবর্ণজয়ন্তী বর্ষ এবছর।বাংলার ঘরে এক অতিপরিচিত নাম।সিদুঁর,আলতা বলতেই মনে পড়ে খুকুমণির নাম।হাওড়ার বাগনানে পঞ্চাশ বছর আগে শুরু হয় ফেক্টরি।আজও একি ভাবে সমাদৃত সেই নাম।নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য লিকুইড হার্বাল সিদূঁর নিয়ে এলো খুকুমণি।বছরের নানা সময়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির ডাইরেক্টর অরিত্র রায় চৌধুরী।সম্প্রতি নববর্ষ উপলক্ষে প্রথা মেনে বিভিন্ন পুরোনো ডিলারদের আপ্যায়ন করা হয়,উপস্থিত ছিলেন বেশ কিছু বিশিষ্টজনেরাও।প্রকাশিত হয় খুকুমণির বিশেষ পরিচিত “লক্ষী”এর ক্যালেন্ডার, ওড়িশার জন্য জগন্নাথ দেবের ক্যালেন্ডার,আর মুসলিম সম্প্রদায়ের কথা মাথায় রেখে তাঁদের জন্যও ক্যালেন্ডার প্রকাশ প্রথা মেনে করা হলো।

Leave a Reply

0 Comments
scroll to top