কোভিডে আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তীAuthorPosted byramizPublishedAugust 18, 20203:09 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxকোভিডে আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তীTwitterFacebookLinkedInPosted by ramiz on August 18, 2020. আনন্দ সংবাদ লাইভ:পরিচালক রাজ চক্রবর্তীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সোমবার রাজ চক্রবর্তী নিজেই টুইট করে জানিয়েছেন। টুইটে রাজ লিখেছেন, ‘আমার লালার নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি আমার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও তাঁর নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে আমি হোম কোয়ারান্টিনে রয়েছি। পরিবারের বাকি সদস্যদের লালার নমুনা দ্রুত পরীক্ষা করা হবে।’উল্লেখ্য, এর আগে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর বাবা রঞ্জিত মল্লিকের সংক্রমণ ধরা পড়েছিল। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন,ঐশ্বর্য রায় বচ্চন,আরাধ্যাও করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তাঁরাও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এবার টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সংক্রমণ ধরা পড়ল।এদিকে, রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সন্তানসম্ভবা। কিছুদিন আগেই শুভশ্রীর সাধ ও বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ। Post Views: 1,027 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...