Close

কিছু সময় পরেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আনন্দ সংবাদ লাইভ:প্রতীক্ষার অবসান। পশ্চিববঙ্গ উচ্চশিক্ষা উচচিশক্ষা কাউন্সিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে আর কিছুক্ষণের মিধ্যেই। প্রায় আট লক্ষ ছাত্র ছাত্রী এই পরীক্ষা দিয়েছিল। বেলা সাড়ে তিনটের সময় ফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। পরীক্ষার্থীরা তার আধ ঘণ্টা পর অর্থাৎ ৪টে থেকে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে।

ওয়েবসাইটে দেখতে চাইলে লগ-ইন করতে পারেন wbresults.nic.in বা wbchse.nic.in-এ. এছাড়াও রেজাল্ট দেখা যাবে exametc.com, results.shiksha, westbengal.shiksha, westbengalonline.in,www.news18bangla.com,https://bengali.abplive.com প্রভৃতি সাইটে। জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট ৩১ জুলাই জেলার ৫২টি বিতরণ কেন্দ্র পৌঁছে যাবে ৷ তার পরে স্বাস্থ্যবিধি মেনে যত দ্রুত সম্ভব অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে ৷ কিন্তু তার আগে ওয়েবসাইটই ভরসা ৷ আজ, শুক্রবারই রেজাল্ট দেখতে ও মার্কশিট প্রিন্ট করতে অবশ্যই লগ ইন করুন ওয়েবসাইট গুলোতে৷১০ অগাস্ট থেকে শুরু হবে স্নাতকে অনলাইনে ভর্তি।

Leave a Reply

0 Comments
scroll to top