Close

আসছে ‘Cafe Wall’

নিজস্ব প্রতিবেদক:প্রথমেই বলে রাখি ‘Cafe Wall’ ছবির প্রযোজনা করেছেন শুভঙ্কর দাশগুপ্ত এবং নির্দেশক হলেন অরুদীপ্ত দাশগুপ্ত।

পাহাড়ের একটা ছোট্ট ক্যাফেতে ছোটবেলা থেকেই অনন্যা(রূপসা চ্যাটার্জি)যেতে খুব পছন্দ করে। ছোটবেলাটা বাবা মায়ের সাথে কাটানো সত্বেও, বড়বেলাটা কাটে মেনো মাসির (তুলিকা বসু) সাথে। সেই ক্যাফেতেই অর্ধেক এঁকে যাওয়া ছবি অনন্যার জন্য কে রেখে যায়?? এইদিকে কলকাতায় পরের পর খুন হয়ে চলেছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারাও খুনের কোন কুল কিনারা করে উঠতে পারছেন না। কোন কারনে খুন? খুনি কি খুব পরিচিত?
খুনের কিনারা করতে এবার ডাক পড়ে স্পেশাল ব্রাঞ্চের অফিসার মিস্টার ব্যানার্জির (রজতাভ দত্ত)। খুনের সূত্র ধরতে ওনাকে পৌঁছাতে হয় পাহাড়ে অনন্যার বাড়িতে। এবারে এটাই দেখার যে খুনি ধরা পরল কিভাবে? প্রধান অন্যান্য চরিত্রে আরো অনেকেই আছেন ,যাদের মধ্যে অন্যতম, সুপ্রিয় দত্ত, সমদর্শী দত্ত ,দেবরাজ মুখার্জি, দীপক হালদার, সুব্রত গুহরায়, শুভঙ্কর দাশগুপ্ত, সরন্যা দাশগুপ্ত, অনন্যা বিশ্বাস ও অন্যান্য, এদের সম্বন্ধে জানতে হলে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

Leave a Reply

0 Comments
scroll to top