Close

‘আউট অফ দ্য বক্স’ এর মোশন টিজার প্রকাশ পেল

মেল্টিং পয়েন্ট ফিল্মসের প্রযোজনায় সপ্তর্ষি ও প্রিয়মের পরিচালনায় ‘আউট অফ দ্য বক্স’ এর মোশন টিজার প্রকাশ্যে এল। এখানে অভিনয় করেছেন সায়ন ঘোষ, সায়ন্তন সেন, অষ্মিতা ভাদুড়ী, দীপ, অরিজিৎ, সপ্তর্ষি গুহ, পাপিয়া দাস প্রমুখ। ছবিতে মিউজিক করেছেন রাজদীপ দাশগুপ্ত ও ক্যামেরার দায়িত্বে রয়েছেন শুশোভন। এবারের দুর্গাপুজোয় ২৩ সেপ্টেম্বর ‘আউট অফ দ্য বক্স’ মুক্তি পাচ্ছে মেল্টিং পয়েন্ট ফিল্মসের ইউটিউব চ্যানেলে। তার আগে মুক্তি পাবে ছবির পোস্টার ও ট্রেলার।

Leave a Reply

0 Comments
scroll to top