Close

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে ‘ট্রিপল এ ক্লাসিক ২০২৪’

সম্প্রতি লেকটাউন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে দ্বিতীয় বর্ষে ‘ট্রিপল এ ক্লাসিক ২০২৪’ ।
এই সংস্থার মূল কর্ণধার হলেন অশোক রাজ। এই অনুষ্ঠানে বডি বিল্ডিং,মেন ফিজিক, বেঞ্চ প্রেস, কার্লিং এবং আম রেসলিং এর জন্য পুরস্কৃত হলেন ৩০ জন।

শ্রী মতি রাজ , বিবেকানন্দ চ্যাটার্জী এবং সীমা দাস এর স্মৃতিতে এই অনুষ্ঠান হয় ও পুরস্কার প্রদান করা হয়। আজ এক সাংবাদিক সম্মেলনে
বিখ্যাত কুস্তিগির এবং ব্যায়ামগির অশোক রাজ জানালেন ১৯৯৩ সাল থেকে এই সংস্থা চলছে। আমার মা সব সময় আমাকে এই বিষয়ে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে এসেছেন। তাই মা শ্রীমতি রাজ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী
পালন করা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। আজ মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈশাখী সেন, বিমল কুমার চন্দ, রতন সাহা, নন্দন দেবনাথ, শ্বেতা তেওয়ারি, দ্বৈপায়ন চক্রবর্তী, অমল কারার, জহর দাস, অসিত সাহা, শুভ্রা চ্যাটার্জী এবং বিশাল চ্যাটার্জী সহ আরো অনেকে বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। মঞ্চে এই অতিথিদের হাত দিয়ে ৩০ জন
প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
সমগ্র অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সম্পাদক অশোক রাজ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top