Close

“অন্য ধারার গান গাইলেও মানুষ চেয়েছেন আমি গুরুদেবের গান করি”

✍️আত্রেয়ী মজুমদার

রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে গুরুদেব। আমার ঈশ্বর। তাঁর গানেই আমার জীবন মরণ।প্রথম অ্যালবাম তাঁর গানেই।পরবর্তীতে অন্য ধারার গান গাইলেও মানুষ চেয়েছেন আমি গুরুদেবের গান করি।সেকারণে যত কাজ সব তাঁকে ঘিরেই।এবছর ২২শে শ্রাবণকে উদ্দেশ্য করে একটি গান প্রকাশিত হয় বাংলাদেশের “ফোক স্টুডিও বাংলা” থেকে। গানটি “সঘন গহন রাত্রি “। গুরুমা ” আকাশের” ( স্বাগতা লক্ষী দাশগুপ্ত) কন্ঠে প্রথম শুনেছিলাম তখন ইচ্ছা ছিল রেকর্ড করবার। সেই ইচ্ছা সত্যি হয় এই বছর। গানটির সঙ্গীত আয়োজন করে অতনু মিত্র। অন্যরকম একটা কাজ করেছে অতনু। আর ভিডিও করে প্রমিত গাঙ্গুলী।অসাধারণ একটা ভিডিও করেছে। পুরো ভিডিওটি হয় আমার নিজের বাড়িতে। প্রথমত কোভিড ১৯ এবং তখন ছিল লকডাউন।গানটি রেকর্ড হয় অবশ্য লকডাউনের আগেই। সাজসজ্জার দায়িত্বে ছিল সুপর্ণা দত্ত। সবাই খুব আনন্দ করে করেছিলাম কাজটা। সাথে পেয়েছি মানুষের কাছ থেকে ভালোবাসা আর তাদের ভালোলাগা। যা পরবর্তী কাজ করবার অনুপ্রেরণা যোগায়।

Leave a Reply

0 Comments
scroll to top